আনোয়ারায় ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকায় এ ঘটনা ঘটে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় ছাদে কাপড় শুকাতে গিয়ে কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎতায়িত হয়ে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা একই এলাকার মোহাম্মদ তারেকের স্ত্রী ও দুই সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, কাপড় শুকানো অবস্থায় ছাদ থেকে নামাতে গিয়ে ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

স্বজনদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ওই সংযোগ সরাতে বারবার লিখিত ও মৌখিকভাবে জানালেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের শ্বশুর আশরাফ আলী বলেন, ‘এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। বহুবার জানিয়েও প্রতিকার পাইনি। সেই কভারবিহীন তারেই আজ আমার পুত্রবধূর মৃত্যু হলো।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: মোরশেদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন স্থানে এ রকম ঝুঁকিপূর্ণ সংযোগ রয়েছে। আমরা পর্যায়ক্রমে সরানোর ব্যবস্থা নেব। ঘটনাস্থল কাল পরিদর্শন করা হবে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদ্যুতায়িত হওয়া গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে আমরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।