ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও একতরফা নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সোমবার সকালে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও একতরফা নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সোমবার সকালে ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা এবং নিউমার্কেট শাখার সামনে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে নগরীর আলুপট্টি ও নিউমার্কেট এলাকায় ব্যাংকটির দুটি শাখার সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কতৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবি জানান।

তারা অভিযোগ করেন ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে বিশেষ একটি অঞ্চলের লোকদের একচেটিয়া ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেয়া হচ্ছে, যা দেশের অন্যান্য জেলার মেধাবী প্রার্থীদের প্রতি চরম বৈষম্য তৈরি করছে।

বক্তারা বলেন, এই একতরফা নিয়োগে ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সব জেলার প্রার্থীদের জন্য মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

পৃথক কর্মসূচিতে বক্তব্য দেন মাহাবুব হোসেন পান্না, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, আবদুল ওয়াহাব, এরশাদ আলী, অধ্যাপক জহিরুল ইসলাম প্রমুখ।

এদিকে একই দাবিতে রাজশাহীর বাঘা উপজেলায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।