রফিকুল ইসলাম খান

আসন্ন নির্বাচনে আলেম-ওলামাদের নেতৃত্বে ব্যালট বিপ্লব ঘটাতে হবে

‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। একদল ভোটের দিনে গণভোটের কথা বলে জনমতকে বিভ্রান্ত করতে চায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।’

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়ায় গোলকপুর সিদ্দিকিয়া কমপ্লেক্সে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত সেমিনারে বক্তব্য মাওলানা রফিকুল ইসলাম খান
উল্লাপাড়ায় গোলকপুর সিদ্দিকিয়া কমপ্লেক্সে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত সেমিনারে বক্তব্য মাওলানা রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জাতি গঠনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে ইসলামকে বিজয়ী করতে হবে। আসন্ন নির্বাচনে আলেম-ওলামাদের নেতৃত্বেই হবে শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ন্যায়বিচার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর। সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আলেম সমাজকেই নিতে হবে।’

শনিবার (১১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোলকপুর সিদ্দিকিয়া কমপ্লেক্সে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। একদল ভোটের দিনে গণভোটের কথা বলে জনমতকে বিভ্রান্ত করতে চায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।’

তিনি আরও বলেন, ‘একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বই হবে সেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আলেম-ওলামার বাংলাদেশ। আমাদের সবাইকে এখনই সজাগ হতে হবে, সচেতন হতে হবে।’

সেমিনারে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর উপজেলার অংশ বিশেষ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডঃ আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম (শহীদ) প্রমুখ।