কুমিল্লায় ১২ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গহীন জঙ্গলে সাপটিকে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর ও কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ।
তারা উভয়ে জানান, শনিবার সকালে আনসার ক্যাম্প এলাকার একটি বাড়ির পাশের জঙ্গলের গাছের ওপর সাপটিকে দেখা যায়। এরপর থেকে এলাকার লোকজন জড় হয়। বিষয়টি খবর পেয়ে আমরা গিয়ে দেখি স্থানীয় জনতার ভিড়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও সাপটিকে উদ্ধার করতে পারছিলাম না। পরে বিভিন্ন কৌশলে সাপটিকে উদ্ধার করে রাজেশপুর ইকো পার্কে নিয়ে অবমুক্ত করি।
রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর বলেন, সাপটি খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল। আমরা যে স্থানে অবমুক্ত করেছি সেখানে পর্যাপ্ত খাবার পাবে। এ ধরনের সাপ বিষধর নয়। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।



