গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্রবাহিনী দিবস। এ সময় প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও সশস্ত্রবাহিনীর ভূমিকা তুলে ধরা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেনানিবাসের বিপসট আন্তর্জাতিক বিল্ডিং-সংলগ্ন মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ। তিনি রাজেন্দ্রপুর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদান তুলে ধরেন। এছাড়া বীর শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সশস্ত্রবাহিনীর পেশাগত দায়িত্ব, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে মানুষকে সহায়তা প্রদানের বিষয়ে আলোকপাত করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক উপহার হস্তান্তর, কেক কাটা ও চা-চক্রের আয়োজন করা হয়।



