ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় মো: মুন্না ফকির নিহত হয়েছেন।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
মোল্লাহাট থানা
মোল্লাহাট থানা |সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় মো: মুন্না ফকির (২০) নামের এক গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১১ মে) সকাল ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

মুন্না উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে মুন্না বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফকিরহাটে বাজারে আসছিলেন। আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এসে পৌঁছলে মোটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যান তিনি। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।