বেগম খালেদা জিয়ার স্মরণে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Pekua
বেগম খালেদা জিয়ার স্মরণে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার স্মরণে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পেকুয়া প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পেকুয়া প্রেস ক্লাবের হল রুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোছাইন।

দৈনিক কালবেলার পেকুয়া উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় উক্ত শোক সভায় আরো বক্তব্য রাখেন, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, বিজয় টিভির পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, বাংলাদেশ বেতারের কক্সবাজার জেলা প্রতিনিধি এফ এম সুমন, পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিন, দৈনিক পূর্বদেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি সোহেল আজিম, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ হোছাইন প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি বাহার উদ্দিন, দৈনিক আজকালের পেকুয়া প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক দিনকালের পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পেকুয়া মাল্টিমিডিয়া'র রিয়াজ উদ্দিন প্রমুখ।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, পেকুয়া উপজেলা ওলামা দলের পেকুয়া সদর পূর্ব জোনের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম কাশেমী।

শোক সভায় বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের জন্য তার ত্যাগ ও আপসহীন ভূমিকার কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।