মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলায় জড়িত তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলো ওই এলাকার চান মিয়া। গতকাল তার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন।
খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, ‘মাদরাসার ড্রেন বন্ধ করে দিলে এ হামলার ঘটনা ঘটে। মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।