টঙ্গীর বস্তিতে যৌথবাহিনীর অভিযান, মাদক ও হাতবোমাসহ আটক ৩৫

যৌথবাহিনীর দু’টি পৃথক দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, একাধিক দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ৩৫ জনকে আটক করা হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Tongi
অভিযানে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক
অভিযানে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার এলাকার দু’টি বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্সের সদস্যরা টানা আট ঘণ্টাব্যাপী অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, যৌথবাহিনীর দু’টি পৃথক দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, একাধিক দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ৩৫ জনকে আটক করা হয়। আটকদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।