নেত্রকোনায় বরযাত্রীর বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবির মিয়া(৬০) নামে এক বরযাত্রী ঘটনাস্থলে নিহত ও বর, চালকসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে নেত্রকোনা শহর থেকে তিন কিলোমিটার উত্তরে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজারের সন্নিকটে বাপপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া আটপাড়া উপজেলার নুনেশ্বর এলাকার আব্দুল জব্বারের ছেলে। গুরুতর আহতদের মধ্যে অন্তত সাতজনকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর আটপাড়া থেকে দুইটি বরযাত্রীর বাস নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউননিয়নের বনগাঁও গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৩টার দিকে চুচুয়া এলাকার পাপপুর নামক স্থানে পৌঁছলে বর ও বরযাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান ও ২১ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে গুরুতর আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ নয়া দিগন্তকে জানান, ঘটনাস্থলে একজন মারা যান ও ১০-১১ জন আহত হয়েছেন।