ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

এ কমিটিতে কাজী আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক ও সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ
আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নিয়মিত কমিটি বিলুপ্তির প্রায় এক বছর পর আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত চিঠিতে ৩১ সদস্যের উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

এ কমিটিতে কাজী আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক ও সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক-ইফতেখারুল ইসলাম শ্যামা, সাখাওয়াত হোসেন তৌহিদ, ইসাহাক আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম, রইস উদ্দিন বাদশা, গোলাম ইয়াসিন, রফিকুল ইসলাম শান্ত, খলিলুর রহমান পলাশ, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ ও আমিনুর রহমান হৃদয়।

কমিটির সদস্য হলেন কাজী গোলাম মোস্তফা, কাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার), আবুল কালাম মোহাম্মদ হোসেন বাচ্চু, ডা: গোলাম হোসেন, কামরুল হাসান, বজলুর রশীদ, রোকনুজ্জামান রোকন, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার, মিজানুর রহমান মন্টু, অ্যাডভোকেট এস এম জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুল হক, আসাদুল হক মঈনু, লিয়াকত আলী লাভলু, মোজাফ্ফর হোসেন ও জাকিরুল ইসলাম শাহীন।

দীর্ঘদিন পর আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় উপজেলা জুড়ে বিএনপির দলীয় কার্যক্রম আরো গতিশীল হওয়ার আশা করছেন দলটির নেতাকর্মীরা।