মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ভয়াবহ আগুনের ঘটনায় তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার (১১ জুন) সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে।
এ সময় দ্রুততম সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এ সময় ফায়ারসার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় আরো ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, পোশাক, জুতা, মোবাইল ও সেলুনের দোকান ছিল। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমাদের সব দোকান মালামালে ভরপুর ছিল। দোকান ও মালামাল মিলে কয়েক কোটি টাকার ওপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের চোখের সামনে সবকিছু পুড়ে গেলো। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো: সোলাইমান মিয়া জানান, ‘আমরা খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।