অবশেষে আমদানি করা চাল খালাসের জটিলতা নিরসন হয়েছে। শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
সোমবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে কাস্টমসের এসআই কোডা সার্ভারে শুল্ক সংক্রান্ত নির্দেশনার হালনাগাদ করা হয়েছে বলে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নীতিমালা অনুযায়ী চালের আমদাদনি শুল্ক প্রত্যাহার করে ২ শতাংশ অগ্রিম আইকর প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ফলে এখন থেকে চাল খালাসের ক্ষেত্রে ২ শতাংশ অগ্রিম আয় কর দিয়ে চাল খালাস নেয়া যাবে।
এদিকে শুল্ক জটিলতায় গত ছয় দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি নিচ্ছেন বন্দরের ব্যবসায়ীরা। এসব চাল খালাস শুরু হলে দেশের বাজারে চালের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমে আসবে বলে মনে করেন তারা।
প্রায় চার মাস বন্ধের পর গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় বন্দরে অভ্যন্তরে ৬৪টি ট্রাকে ২ হাজার ৮১৪ টন চাল আটকা পড়ে আছে।