পানছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার লোগাং ইউনিয়নে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
মোসাম্মৎ শামসুন্নাহার
মোসাম্মৎ শামসুন্নাহার |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শামসুন্নাহার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার লোগাং ইউনিয়নে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শামসুন্নাহার লোগাং ইউনিয়নের মো: শফিউল্লাহর স্ত্রী বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, পানির পাম্প মোটর চালু করতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন শামসুন্নাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যামল মিত্র তাকে মৃত ঘোষণা করেন।