জামালপুরের মেলান্দহে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নয়ানগর ইউনিয়নের জালালপুর এলাকার রেলক্রসিংয়ের পাশের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে বাড়িতে যাওয়ার সময় দরজায় ঠেস দিয়ে ঝিমাচ্ছিলেন ওই ব্যক্তি। তবে তাকে নিষেধ করার পরেও সেই স্থানে দাঁড়িয়ে ছিলেন। পরে মেলান্দহ রেলওয়ে স্টেশনে প্রবেশের পূর্বে জালালপুর রেলক্রসিং এলাকায় এলে হঠাৎ ট্রেনের দরজা থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।