উজিরপুরে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
উজিরপুরে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের উজিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১২টার দিকে সবুজ বিপ্লবে অম্লান এ স্লোগানে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিএনপি ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ‘সবুজে পল্লবে স্মৃতিতে অম্লান’ স্লোগানে জুলাই শহীদদের নামে দেশব্যাপী ১০ লাখ নিম গাছ রোপণের কর্মসূচি পালনে উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাস্টার, ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান রিপন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মো: মনিরুজ্জামান লিখন, উপজেলা যুবদল সদস্য সচিব মো: পনির খান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন নাসির, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম, উপজেলা শ্রমিক দলের ১নম্বর যুগ্ম-আহ্বায়ক মো: খোকন ডাকুয়া, মো: আব্দুস ছালাম হাওলাদার, মাহাবুব কাজী ধলু, ইউনিয়ন যুবদল নেতা মহসিন হাওলাদার, তাওহীদ বীন লাবিদ, মো: সবুর হাওলাদার, নয়ন, ইমরান বাবু, রুমীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।