জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জের শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে তিন পরিবারের মাঝে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে।
বুধবার (২৮ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত।
জেলা প্রশাসক তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করেন।
তিনি বলেন, ‘শহিদ পরিবারদের প্রতি জেলা প্রশাসন সবসময় কৃতজ্ঞ ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। এই সঞ্চয়পত্র বিতরণ তাদের প্রতি কৃতজ্ঞতার সামান্য প্রকাশ মাত্র।’
শহিদ মানিক মিয়া শারিকের সঞ্চয়পত্র গ্রহণ করেন তার পিতা মো: আনিছ চৌধুরী, শহীদ মোস্তফা জামান সমুদ্রের সঞ্চয়পত্র গ্রহণ করেন তার পিতা মনিরুজ্জামান তাজল এবং মাতা মাসুদা জামান এবং শহিদ রাকিব হোসেনের সঞ্চয়পত্র গ্রহণ করেন তার মাতা হাসি আক্তার।
এসময় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো: রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।