সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জের কটিয়াদীর সেলিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সৌদি সময় দুপুরে বাংলাদেশ সময় শনিবার (২৩ আগস্ট) বিকেলে রিয়াদ শহরের মিনিট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে সোলিম বড়।
নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর ধরে সৌদি আরবে ইলেকট্রেশিয়ানের কাজ করতেন সেলিম। শনিবার সৌদি সময় দুপুরে রিয়াদের সুফিয়া এলাকায় একটি খামারে প্রয়োজনীয় কাজে পানির একটি মর্টারের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। পরে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শোনার পর থেকে মা সুফিয়া ও বাবা সিরাজ ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে আছেন।
মা সুফিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ‘ইচ্ছে ছিলো এইবার ছেলে বাড়িতে আসলে ধুমধামে বিয়ে করাবেন। কিন্তু তাদের সেই স্বপ্নের মৃত্যু হয়েছে। এখন দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’