সোনারগাঁওয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি

১০৯ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে এ গণশুনানি করা হয়।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে জামুকার গণশুনানি
সোনারগাঁওয়ে জামুকার গণশুনানি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁও উপজেলা পরিষদে ৫২ জন মুক্তিযোদ্ধার শুনানি করা হয়।

১০৯ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে এ গণশুনানি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

গণশুনানি শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জামুকার নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী ও অভিযুক্ত ১০৯ জনকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেয়া হয়। গণশুনানিতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। বাকিরা উপস্থিত না হওয়ায় তাদের পুনরায় নোটিশ দিয়ে তাদের শুনানির জন্য ডাকা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক যাচাই বাছাই করে জামুকার পূর্ণাঙ্গ সভায় উপস্থাপন করবেন। সেখানে বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো জানান, অভিযোগকারীর বিষয়েও খোঁজ-খবর নেয়া হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বিনা কারণে মান ক্ষুণ্ণ করা হলে অভিযুক্ত ব্যক্তিও আইনের আশ্রয়ের মাধ্যমে তার বিচার দাবি করতে পারবেন।