মাদারীপুরের শিবচরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি নিজ হাতে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও প্রীতি উপহার প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডিআইজি শহীদ পরিবারের খোঁজখবর নেন ও তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি শহীদ পরিবারের সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাদেরকে যেকোনো ধরনের আইনি সহায়তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার নাঈমুল হাছান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভা শেষে জলজ পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে শিবচর থানা চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।