নয়া দিগন্তের সাংবাদিককে আইনজীবীর হুমকি, থানায় জিডি

গাজীপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মো: আজিজুল হককে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
নয়া দিগন্তের সাংবাদিককে আইনজীবীর হুমকি, থানায় জিডি
নয়া দিগন্তের সাংবাদিককে আইনজীবীর হুমকি, থানায় জিডি |নয়া দিগন্ত

গাজীপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মো: আজিজুল হককে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক আজিজুল হক এক আইনজীবীর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে জানা যায়, গাছা থানার পলাশোনা এলাকায় জমি সংক্রান্ত একটি ঘটনার প্রতিবেদন বিষয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাংবাদিক আজিজুল হক আদালত এলাকায় গেলে মামলার আইনজীবী মো: নবীজুল ইসলাম (গাজীপুর বারের সদস্য নং ১২৯৮) তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি ভুয়া সাংবাদিক, কোনো তথ্য দেব না।’

এসময় তিনি সহকর্মী সাংবাদিকদেরও ‘সাইজ করার’ হুমকি দেন। উপস্থিত বিচারপ্রার্থীরা এগিয়ে এলে নবীজুল ইসলাম স্থান ত্যাগ করেন, তবে যাওয়ার সময় সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘এই বিষয়ে নিউজ করলে দেখে নেব।’

ঘটনার পর সাংবাদিক আজিজুল হক নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তার দাবি, নবীজুল ইসলাম ভূমিদস্যু ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা বিগত সরকারের সময় স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে জাল দলিল তৈরি করে মানুষের জমিজমা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

স্থানীয়দের বক্তব্যে জানা গেছে, মামলার বাদি ‘ঠাকুর দাস মণ্ডল’ নামের কোনো ব্যক্তি ঐ এলাকায় নেই, বরং তার নামে জাল দলিল তৈরি করে পলাশোনা এলাকার একটি পুকুর দখলের চেষ্টা করছে চক্রটি।

জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে অনুসন্ধান চালিয়ে ‘ঠাকুর দাস’ নামীয় কোনো বৈধ দলিলের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকাবাসী প্রতারক চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার এবং কথিত ‘ঠাকুর দাস মণ্ডল’-এর প্রকৃত পরিচয় উদঘাটনের দাবি জানিয়েছেন।

সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি), মো: মেহদী হাসান, পিপিএম বলেন, ‘দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আজিজুল হক পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি পেয়েছেন এমন অভিযোগে তিনি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’