চট্টগ্রামের পটিয়ায় দিঘী থেকে ৪০ বছর বয়সী একব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার কুসুমপুরা শান্তির মার দিঘী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
পরে লাশের সুরাতহাল রিপোর্টি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জমান বলেন, ‘লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’



