মহান বিজয় দিবসে কুমিল্লায় শিবিরের ‘ভিক্টোরি রাইড’ কর্মসূচি পালন

‘১৯৭১ সালে দীর্ঘ নয় মাস হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি স্বাধীনতার লাল সূর্য একটি স্বাধীন ভূখণ্ড, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে এ দেশকে বারবার বিভিন্ন স্বার্থান্বেষী মহল তাদের ক্ষমতার লালসায় ব্যবহার করেছে। কেউ স্বৈরশাসন কায়েম করেছে, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আবার কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
মহান বিজয় দিবসে শিবিরের ‘ভিক্টোরি রাইড’ সাইকেল র‌্যালি
মহান বিজয় দিবসে শিবিরের ‘ভিক্টোরি রাইড’ সাইকেল র‌্যালি |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর শিবিরের উদ্যোগে ‘ভিক্টোরি রাইড’ সাইকেল র‌্যালি কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিভিন্ন শ্লোগানে মুখরিত র‌্যালিটি নগরীর পূবালি চত্বর থেকে শুরু হয়ে রাজগঞ্জ, ঈদগাহ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালি চত্বরে এসে শেষ হয়।

এর আগে, ভিক্টোরি রাইড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি মো: হাছান আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের জামায়াতের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।

কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ বলেন, ‘১৯৭১ সালে দীর্ঘ নয় মাস হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি স্বাধীনতার লাল সূর্য একটি স্বাধীন ভূখণ্ড, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে এ দেশকে বারবার বিভিন্ন স্বার্থান্বেষী মহল তাদের ক্ষমতার লালসায় ব্যবহার করেছে। কেউ স্বৈরশাসন কায়েম করেছে, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আবার কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।’

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম ২৪-এর গণঅভ্যুত্থানের পর আর কোনো রক্তপাত হবে না। জুলাই-পরবর্তী সময়ে ২০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ আবারো বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী ছাত্রশিবিরের একজন মাত্র নেতাকর্মী বেঁচে থাকলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো চক্রান্ত সহ্য করা হবে না।’

‘ভিক্টোরি রাইড’ সাইকেল র‌্যালিতে কুমিল্লা মহানগর শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।