ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শাজাহানপুরে জমি দখল ও অধিগ্রহণের অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগ

মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার বাসিন্দা মো: বকুল হোসেন তার প্রতিবেশী ফুল মাহমুদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা এবং ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেছেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন বকুল হোসেন
বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন বকুল হোসেন |নয়া দিগন্ত

বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার বাসিন্দা মো: বকুল হোসেন তার প্রতিবেশী ফুল মাহমুদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা এবং ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ন্যায় বিচার চেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বকুল হোসেন বলেন, ‘গত ৩ নভেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফুল মাহমুদ তার (বকুল হোসেনের) স্বত্বদখলীয় জমির মালিকানা দাবি করে মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন।’

অভিযোগে জানা যায়, ফুল মাহমুদের স্ত্রী ফাতেমা বেগম ও আরো তিনজন দু’টি দাগে ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে সেই জমির চারপাশে বাউন্ডারি ওয়াল তুলে সেখানে একটি সিএনজি অটোরিকশা গ্যারেজ নির্মাণ করে ভোগ দখলে রয়েছেন। অন্যদিকে, জনৈক আফজাল হোসেনের কাছ থেকে ২০১৯ সালে বকুল হোসেন ৪ দশমিক ২৭ শতাংশ জমি ক্রয় করেন।

বকুল হোসেন বলেন, ‘আমার ক্রয়কৃত জমির হাত নকশায় পজিশন পরিষ্কারভাবে উল্লেখ আছে।’

তিনি জানান, ‘বগুড়া-ঢাকা মহাসড়ক প্রশস্ত করার সময় তার জমি থেকে ০.৯৪ শতাংশ এবং ফুল মাহমুদের স্ত্রীর জমি থেকে ১.৫৬ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। সে অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা থেকে উভয় পক্ষের নামে পৃথক চিঠি ইস্যু করা হয়। কিন্তু ফুল মাহমুদ অন্যায়ভাবে তার (বকুল) ক্ষতিপূররণের অর্থ উত্তোলনের বিরুদ্ধে আপত্তি জানান। বকুল হোসেনের দাবি, দীর্ঘদিন যাবত তার দখলীয় জমির ওপর একটি চালু স’মিল রয়েছে। বগুড়া ডিসি অফিসের ‘সার্ভেয়ারগণ জমির বাস্তব দখল যাচাই করে প্রতিবেদন দেন, মালিকানা নির্ধারণ করার এখতিয়ার তাদের নেই। কিন্তু ফুল মাহমুদ সার্ভেয়ারগণের নামে মিথ্যা অভিযোগ করে বগুড়া জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন।

প্রকৃতপক্ষে, সার্ভেয়ারগণ ইচ্ছা করলেও আমার দখল অস্বীকার করে ফাতেমা গংদের পক্ষে মিথ্যা প্রতিবেদন দাখিল করতে পারতেন না।

তিনি আরো অভিযোগ করেন, তিনি আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। তার ভাড়াটে সন্ত্রাসীরা যে কোনো সময় আমার প্রাণনাশ করতে পারে।’

তিনি এ ব্যাপারে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।