খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় তিথি-শুভ মধু পূর্ণিমা।
আজ শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন বিহারে শুরু হয়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। ফুল, ফলমূল, মধু ও খাদ্যসামগ্রী নিয়ে বিহারে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।
ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি হিসেবে মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান গৌতম বুদ্ধের সময়ে এই পূর্ণিমা দিনে বারন নামক এক ব্যক্তি তাঁকে মধু দান করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর এই তিথি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
দিনটি উপলক্ষে সকাল থেকে বিহারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে সমবেত প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান এবং ভিক্ষুদের পিণ্ড দানের মতো নানা দানানুষ্ঠান। দেশ ও জাতির হিতসুখ ও মঙ্গল কামনায় আয়োজিত এসব ধর্মীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র হিসেবে বিবেচিত।