নাঙ্গলকোটে জামায়াতের মহিলা বিভাগের সুধী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন মহিলা বিভাগের আয়োজনে সুধী সমাবেশ সোমবার কালাচৌঁ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Nangalkot
নাঙ্গলকোটে জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে সুধী সমাবেশ
নাঙ্গলকোটে জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে সুধী সমাবেশ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন মহিলা বিভাগের আয়োজনে সুধী সমাবেশ সোমবার (২৪ নভেম্বর) সকালে কালাচৌঁ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী আদ্রা দক্ষিণ ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

সুধী সমাবেশে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ভাবে পেন্ডেল নির্মাণ করা হয়।

জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি মাওলানা হোসাইন আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, উপজেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা খলিলুর রহমান, আদ্রা উত্তর ইউনিয়ন আমির হাফেজ নূর আহম্মেদ, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মৌলভী কেফায়েত উল্লাহ, সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদীন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ এয়াছিন বিন খায়ের, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাহাব উদ্দিন, ব্যবসায়ী সৈয়দ আহসান উল্লাহ প্রমুখ।