রামগড়ে সম্প্রীতি উন্নয়নে পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবির সহায়তা

এ সময় তাদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, খাদ্যশস্য, কৃষি উপকরণ, খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Khagrachari
পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবির সহায়তা
পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবির সহায়তা |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় তাদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, খাদ্যশস্য, কৃষি উপকরণ, খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিজিবির জোন উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও সহকারী পরিচালক শামসুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।