মিঠাপুকুরে শিশু আরেফিনার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

‘আরেফিনার হত্যা মামলা অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ মামলার মূল অভিযুক্তদের গ্রেফতারসহ নিহতের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের ব্যবস্থা করা হয়েছে।’

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Mithapukur
মিঠাপুকুরে শিশু আরেফিনার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
মিঠাপুকুরে শিশু আরেফিনার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

রংপুরের মিঠাপুকুরে শিশুকন্যা আরেফিনার(৭) হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ১০ নম্বর বালুয়ামাসিমপুর ইউনিয়নের শ্রীপুর চাতাল বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পরবর্তী মানববন্ধনে শিশু-কিশোর, তরুণ, যুবক, নারী, পুরুষ, বৃদ্ধসহ সহস্রাধিক গ্রামবাসী অংশ নেয়। এ সময় তারা আরেফিনার হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে গ্রামের চাতাল বাজারের মূল সড়কে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে নিহতের মা ফারহানা বেগম, বাবা আরিফুল ইসলাম, জেঠা শরিফুল ইসলাম, শিক্ষিকা পারুল বেগমসহ এলাকাবাসী নাজির হোসেন, শাহিন মিয়া, সোহান মিয়া, জাহিদ হাসান, ছাত্র প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

জানা যায়, গত ১১ মে আরিফুল-ফারহানা দম্পতির একমাত্র সন্তান আরেফিনাকে নির্মম নির্যাতনে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত ফজলু, খাজা, বকুল, সেতারাসহ সংশ্লিষ্টদের বিচারেন দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আরেফিনার হত্যা মামলা অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ মামলার মূল অভিযুক্তদের গ্রেফতারসহ নিহতের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আদালতে পুলিশি প্রতিবেদন পাঠানো হবে।