উল্লাপাড়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন

শনিবার বেলা ১১টার দিকে বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন
মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনে চাপা ক্ষোভ ও হতাশায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী আজাদ হোসেন গ্রুপের নেতাকর্মীরা।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম আওলিয়া, যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে জানান, উল্লাপাড়া বিএনপির ত্যাগী নেতা আজাদ হোসেন। বিগত ফ্যসিস আমলে তার নামে ৫০টির ওপরে মামলা হয়েছে। তাকে মায়ের জানাজায় অংশ নিতেও দেয়া হয়নি। ফ্যাসিস্ট আমলে তিনি প্রায় ৪ বছর জেলে ছিলেন। তার নেতৃত্বে কেন্দ্রঘোষিত প্রতিটি কর্মসূচি আমরা পালন করেছি। অন্যদিকে, যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে বিগত ১৫ বছরে কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তার নামে কোনো মামলা নেই। এছাড়া বর্তমানে তার বয়স ৯০ বছর।

তারা আরো জানান, এম আকবর আলী আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন। এছাড়া ২০০৮ সালে জামায়াতের প্রার্থীর কাছে জামানত হারিয়েছিলেন। উল্লাপাড়া আসন থেকে কোনোভাবে এম আকবর আলীর বিজয় হওয়ার সম্ভব নয়। এমন একজন মানুষকে মনোনয়ন দিয়ে উল্লাপাড়া আসন জামায়াতের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা অবিলম্বে প্রার্থী পরিবর্তন করে ত্যাগী নেতা আজাদ হোসেনকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি।