মোরেলগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
মোরেলগঞ্জ থানা
মোরেলগঞ্জ থানা |সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই সুনীল মাতাকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই নিখিল মাতার বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে।

মোরেলগঞ্জ থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব ও সীমানা সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই নিখিল মাতা ও ভাতিজা নিলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ির সামনে সুনীল মাতাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজীব আল রশিদ বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের কারণে শনিবার (১৭ মে) বিকেলে সুনীল মাতার সাথে ঝগড়া হয় তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্তর। ওই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে নিখিল ও নীলকান্ত কৃষক সুনীলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্ততব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া চলছে এবং আসামীদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।