সারিয়াকান্দিতে আ’লীগ পরিবারের হামলা ও লুটপাট

পৈত্রিক ভিটা হারিয়ে আশ্রয়হীন হিন্দু পরিবার

‘রাতের আঁধারে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয় আমাদের বাড়িতে। এ সময় মূল্যবান মালামাল লুট করে বসতভিটা সমতল করে দেয়া হয়। উচ্ছেদের পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছি।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Sariakandi
সারিয়াকান্দিতে আওয়ামী পরিবারের হামলা ও লুটপাটে আশ্রয়হীন হিন্দু পরিবার
সারিয়াকান্দিতে আওয়ামী পরিবারের হামলা ও লুটপাটে আশ্রয়হীন হিন্দু পরিবার |নয়া দিগন্ত

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ পরিবারের হামলা ও লুটপাটের ঘটনায় পৈত্রিক ভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে স্থানীয় একটি হিন্দু পরিবার।

ঘরবাড়ি ধ্বংস করে পরিবারটিকে উচ্ছেদ ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: আব্দুল হামিদ সরদার, তার ছেলে নাহিদ হাসান ও আত্মীয়দের বিরুদ্ধে।

শনিবার (৬ ডিসেম্বর) বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্রী অরুণ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাতের আঁধারে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয় আমাদের বাড়িতে। এ সময় মূল্যবান মালামাল লুট করে বসতভিটা সমতল করে দেয়া হয়। উচ্ছেদের পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছি।’

তিনি আরো বলেন , ‘আমার দাদু যদু সাহার পৈত্রিক জমিতে আমরা ৮০ বছর ধরে বসবাস করছি। নদীগর্ভে বিলীন হয়ে জমি নতুন করে জেগে উঠলে আবার ঘরবাড়ি নির্মাণ করি। কিন্তু চলমান জরিপে ভুলক্রমে জমিটি জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়াকে কেন্দ্র করে প্রভাবশালীরা সেটি দখলের পাঁয়তারা শুরু করে।’

তিনি জানান, থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। অভিযুক্ত নাহিদ হাসান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গায় পাকা দোকানঘর নির্মাণ করছে।

হিন্দুকান্দী মৌজার সাবেক দাগ ৫০৫-এর ২৪ শতক নালিশি জমি নিয়েই ওই বিরোধ চলছে বলে জানান তিনি।

অভিযুক্ত নাহিদ হাসান বলেন, ‘জমি নিয়ে বিরোধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত হবে।’

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামরুল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’