কুলাউড়ায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুলাউড়ায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা।

ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে ও পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও দক্ষিণের সভাপতি তিহান তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য মো: রিয়াজুল ইসলাম, পল্টন থানার আমির শাহিন আহমদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম, আব্দুল মুমিত, নিজাম উদ্দিন।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সাঈদ এনাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলুর রহমান, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুস সবুর, স্বাগত বক্তব্য দেন জেলা সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, কুলাউড়া সরকারি কলেজ সভাপতি মোজাহিদুল ইসলাম।

কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ওবায়দুল্লাহ তাহসিন ও হুমায়রা জান্নাত মুক্তা মৌমি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জলপ্রপাত শিল্পী গোষ্ঠী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শ’র বেশি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।