জামালপুরে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদ হাসান বলেন, ‘উদ্ধার করা চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।‘

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
উদ্ধার করা হওয়া সরকারি চাল
উদ্ধার করা হওয়া সরকারি চাল |নয়া দিগন্ত

সরিষাবাড়ী উপজেলায় বাসুরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে মো: আলী হোসেনের গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ১২টার দিকে প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে কালোবাজারির জন্য অবৈধভাবে মজুদ করা ভিজিডি কার্ডের চালগুলো জব্দ করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অভিযুক্ত গুদাম মালিক মো: আলী হোসেন পিংনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাসুরিয়া গ্রামের মরহুম লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও অভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফট্যানেন্ট শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০৪ বস্তায় পাঁচ হাজার ২০০ কেজি সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদ হাসান বলেন, ‘উদ্ধার করা চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।‘