নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পাপ্পু উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরির চর গ্রামের মরহুম লেবু মিয়ার ছেলে ও তানজিদ একই গ্রামের মজিবুর রহমা‌নের ছেলে বলে জানা গেছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
বজ্রপাতে দুইজনের মৃত্যু
বজ্রপাতে দুইজনের মৃত্যু |নয়া দিগন্ত

নেত্রকেনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার পেরির বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপ্পু (২৮) ও তানজিদ (২০) নামে দুই কৃষকের মৃত্যু হয়।

পাপ্পু উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরির চর গ্রামের মরহুম লেবু মিয়ার ছেলে ও তানজিদ একই গ্রামের মজিবুর রহমা‌নের ছেলে। তারা সম্পর্কে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার খাওয়া-দাওয়া শেষে বিকেল ৩টার দিকে পাপ্পু ও তানজিদ বাড়ির অদূরে পেরির বিলে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান করতে পারেননি পরিবারের সদস্যরা। শনিবার সকালে স্থানীয়রা পেরির বিলে দু’টি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ শনাক্তের পর তাদের কাছে হস্তান্তর করা হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম শনিবার বিকেল ৫টার দিকে নয়া দিগন্তকে বলেন, ‘শুক্রবার বিকেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হলেও ওই দিন কেউ জানতে পারেননি। শনিবার সকালে সংবাদ পেয়ে লাশ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’