ঝিনাইদহের মহেশপুরে দু’মোটরসাইকেলের সংঘর্ষে বিধান কুমার (২৬) ও সুদেব কুমার (১৬) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহত ব্যক্তিদের কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে খালিশপুর জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কাঠমঙ্গল রায়ের ছেলে বিধান ও একই গ্রামের বাদল কুমারের ছেলে সুদেব।
এলাকাবাসী জানায়, বিধান ও সুদেব মোটরসাইকেলযোগে খালিশপুর থেকে বাড়ি ফেরার সময় কৃষ্ণচন্দ্রপুর জায়গায় পৌঁছালে জীবননগর থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিধান ও সুদেব নিহত হন। এ সময় কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাজু ও আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের সাফাউল ও একই গ্রামের হুসাইন আহত হন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, ‘লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’