মির্জাগঞ্জে শ্রমিকলীগ সভাপতি ও গাঁজার গাছসহ আটক ২

শুক্রবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
মির্জাগঞ্জ থানা
মির্জাগঞ্জ থানা |সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে দু’টি গাঁজার গাছসহ মাদকসেবী ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মাদকসেবী মো: আবুল হোসেন হাওলাদার (৫৭) ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি মো: হান্নান সরদার (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দুয়া গ্রামের আবুল হোসেনের নিজ বাড়ির বাগান থেকে দু’টি গাঁজারগাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয় এবং উপজেলা দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি মো: হান্নান সরদারকে একই দিন রাতে একটি রাজনৈতিক মামলায় রানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে আন্দুয়া গ্রামের হাওলাদার বাড়ির বাগানে গাঁজা চাষ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।