কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ

মেধাবীরাই এখন নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিচ্ছেন : মানারাত ইউনিভার্সিটির ভিসি

‘মেধাবীরাই এখন নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আমরা দেখেছি ডাকসু ও জাকসু নির্বাচনে সাদিক কায়েমরা বিপুল সংখ্যক ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
মেধাবীরাই এখন নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিচ্ছেন : মানারাত ইউনিভার্সিটির ভিসি
মেধাবীরাই এখন নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিচ্ছেন : মানারাত ইউনিভার্সিটির ভিসি |নয়া দিগন্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেছেন, ‘মেধাবীরাই এখন নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আমরা দেখেছি ডাকসু ও জাকসু নির্বাচনে সাদিক কায়েমরা বিপুল সংখ্যক ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আইটি কনভেনশন হলে অনুষ্ঠিত কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘যেখানে হিজাব পরার দায়ে বহু ছাত্রী লাঞ্চিত হয়েছে সেখানে হিজাব পরিহিত মেয়েরা তিন গুন বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এক সময় ধর্ষণের সেঞ্চুরি হতো আর এখন সেখানে নারায়ে তাকবির ধ্বণিত হচ্ছে। আমার সামনে যারা বসে আছ তোমাদেরকে ইনসাফ ভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়তে প্রস্তুতি নিতে হবে।’

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক ইউনুছ সরকার, কলেজ শাখার সহকারী ইনচার্জ অধ্যাপক আবু আকমান মাসউদ মজুমদার,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, অধ্যাপক ডক্টর এ এইচ এম আবরার আহমদ, অধ্যাপক ইউনুছ মিয়া ভুঞা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান। নবীনবরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইবনে তাইমিয়া কালচারাল ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে ৫ শতাধিকের বেশি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।