শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দুটি ইউনিটে ১ হাজার ৫৬৬ আসনের বিপরীতে৭৫ হাজার ২৩জন শিক্ষার্থী আবেদন করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান, ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
তিনি জানান, ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেষ হয়েছে। এবার এ বি ও এ ২ (সাব-ইউনিট, আর্কিটকেচার) ইউনিটে মোট ৭৫ হাজার ২৩জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি কমিটির তথ্য মতে, গত ৮ ডিসেম্বর থেকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন। এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি ও বি ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার সিলেট ও রাজধানী ঢাকার নির্ধারিত কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৮০ এর মধ্যে), ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ-এর যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
নির্দেশিকা অনুযায়ী, এ বছর ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।



