মানুষের পাশে থাকতেই রাজনীতি করি : শামীম

মানুষের পাশে থাকতেই রাজনীতি করি। ৫০টিরও বেশি মামলা নিয়ে বার বার জেলে গিয়ে নির্যাতিত হয়েছি। রাজনীতি যখন করি মামলা ও জেল-জুলুম হওয়াটাই স্বাভাবিক।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ শামীম
বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ শামীম |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোহাম্মদ শামীম বলেছেন, ‘মানুষের পাশে থাকতেই রাজনীতি করি। ৫০টিরও বেশি মামলা নিয়ে বার বার জেলে গিয়ে নির্যাতিত হয়েছি। রাজনীতি যখন করি মামলা ও জেল-জুলুম হওয়াটাই স্বাভাবিক। সরাইল-আশুগঞ্জ থেকে দলের প্রতীক পেলে সকল সাংবাদিক বন্ধুসহ সর্বস্তরের জনতার ভালোবাসায় এটিকে মডেল উপজেলায় পরিণত করতে চাই।’

শুক্রবার (১ আগস্ট) বিকেলে সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা রওশন আলমের সভাপতিত্বে সভায় সরাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।