মেহেরপুরের গাংনীতে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ী সানোয়ার হোসেনের (৫০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানোয়ার হোসেন গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের বসের আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।