ইসলামপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরের চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রাম সংলগ্ন দশআনী নদীতে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
ইসলামপুর থানা, জামালপুর
ইসলামপুর থানা, জামালপুর |নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রাম সংলগ্ন দশআনী নদীতে থেকে ৫০-৫৫ বছর বয়সী এক ব্যক্তির অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্থানীয়রা দশআনী নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ বেলা অনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানা পুলিশ ও ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ নদী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি। পুলিশের ধারণা ৩-৪ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।