কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে এক চোরাকারবারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উখিয়ার বালুখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
আটক মো: সাদেক হোসেন (২০) হাকিমপাড়া এফডিএমএন ক্যাম্পের বলে জানা গেছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল সীমান্তে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমারের দিক থেকে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের থামতে নির্দেশ দেয়। টহল সদস্যদের দেখা মাত্রই তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে ধাওয়া করে আটক করা হয়। অন্য দু’জন পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া নেটের ব্যাগ তল্লাশি করে বিজিবি। সেখানে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সাদেক স্বীকার করেন, আব্দুর রহিম (৩২) নামে বালুখালীর রহমতের বিল এলাকার এক পলাতক মাদককারবারির কাছ থেকে নয় হাজার টাকা নিয়ে তিনি ইয়াবা বহনে রাজি হয়েছিলেন।
আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, সীমান্তজুড়ে মাদকচক্রের গতিবিধি নিয়ে নজরদারি আরো জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘এত বড় পরিমাণ ইয়াবা চালান আটক হওয়া প্রমাণ করে যে চক্রটি এখনো সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। আমরা সব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।
উদ্ধার ইয়াবা এবং আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



