ঢাকার অদূরে সাভার আশুলিয়ার সাবেক এমপি ডা: সালাউদ্দিন বাবুর নামে বিপ্লবী স্লোগান দিয়ে জামগড়া এলাকায় ফ্যাক্টরি দখলে পায়তারার অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ মহড়া দেয়া হয়। এ সময় এলাকাজুড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানান, হঠাৎ করে এক-দেড় শ’ মোটরসাইকেল নিয়ে জিরাবো থেকে ২০ কিলোমিটার দূরে জামগড়া দি রোজ ফ্যাক্টরির সামনে সালাউদ্দিন বাবুর নামে জিরাবোর রনি, রান, লিটন ও মামুন চৌধুরী নেতৃত্বে ‘বাবু ভাই বাবু ভাই’ স্লোগান দিতে থাকে। তারা আরো বলতে থাকে, ‘বাবু ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’।
বিএনপির কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান ছাড়াই বাবুর নামে স্লোগান দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি দখলের পায়তারায় এ মহড়া দেয়া হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এ ব্যাপারে জানতে চাওয়ার জন্য সাবেক এমপি সালাউদ্দিন বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।