ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মুন্সীগঞ্জে চার প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ, ঝুঁকিতে ৩৭২ ভোটকেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এদিকে জেলার তিনটি সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এদিকে জেলার তিনটি সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি নির্বাচনকে ঘিরে জেলার ৪৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭২টিকে অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সাথে কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ কামাল হোসেন এবং খেলাফত মজলিসের প্রার্থী আব্বাস কাজী নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপনের পক্ষে তার কর্মী ও সমর্থকরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়ন পত্র গ্রহণ করা হয়।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন, নারী ভোটার ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন চারজন। জেলায় মোট ভোটকেন্দ্র স্থাপিত হবে ৪৬৯টি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল ইসলাম জানান, জেলার মোট ৪৬৯টি ভোটকেন্দ্রকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে ২৭২টি ভোটকেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ এবং ১০০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ হিসেবে চিহ্নিত রয়েছে ৯৭টি ভোটকেন্দ্র।

তিনি বলেন, অতিঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব দেয়া হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে স্ট্রাইকিং ফোর্স, বডি ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭০টি এবং কক্ষ সংখ্যা ১ হাজার ৬০টি। মুন্সীগঞ্জ-২ আসনে ভোটকেন্দ্র ১৩০টি ও কক্ষ ৭৭৪টি। আর মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্র ১৬৯টি এবং কক্ষের সংখ্যা ১ হাজার ১৭টি।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে ভোটকেন্দ্রগুলোর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

তিনি আরো বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।