গফরগাঁওয়ে ২৩৮ প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ-আল-মামুন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ২৩৮ প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ২৩৮ প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ও বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদ্যালয়গুলোতে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১১টাযর দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ-আল-মামুন।

অপরদিকে ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক মো: কামরুজ্জামান। এতে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাজল।

এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাজিয়া জিহান তানিয়া, মো: জহির উদ্দিন, অভিভাবক রুনা আক্তার ও সাহিদা আক্তার প্রমুখ।

প্রতিটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে আগের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।