লোহাগাড়ায় ভিক্ষুকের বেশে চুরির অভিযোগে নারী আটক

দীর্ঘদিন ধরে তিনি ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন বলে জানা গেছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
ভিক্ষুকের বেশে চুরির অভিযোগে নারী আটক
ভিক্ষুকের বেশে চুরির অভিযোগে নারী আটক |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের বেশ ধরে চুরি করার অভিযোগে তসলিমা আকতার (৩৫) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা নগদ অর্থ এবং প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

তসলিমা আকতার মরহুম জয়নাল আবেদীনের স্ত্রী এবং তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন বলে জানা গেছে।

জানা গেছে, গত ২১ আগস্ট উপজেলার কলাউজান ১ নম্বর ওয়ার্ডের হিন্দুর হাট এলাকায় প্রবাসী হাফেজ আহমদের স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি (২৪) কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনস্থ মুন স্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ভিক্ষুক তাদের নিকট ভিক্ষা চাইতে আসে। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বলে ক্ষিপ্ত করে। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। প্রবাসীর স্ত্রী বিষয়টি মীমাংসা করতে গেলে ভিক্ষুক তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার (দুই জোড়া কানের দুল ও একটি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে ২৫ আগস্ট ভুক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই লোহাগাড়া থানা পুলিশ অভিযানে নামে। আমিরাবাদ মুন স্টার দোকানের সামনে থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় তসলিমা আকতারকে শনাক্ত করে এবং সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

লোহাগাড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘তসলিমা আকতার একজন পেশাদার চোর। তিনি ভিক্ষুকের বেশে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড করে আসছে। মামলার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।’

তিনি আরো জানান, ‘তসলিমার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে- পাঁচটি স্বর্ণের আংটি, দু’টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল এবং দু’টি নাকফুল। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তার নিজের বলে শনাক্ত করেছেন।’ তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।