মুন্সীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর মো: আবু ইউসুফ মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো: আরশাদ আলী ঢালী, মাওলানা মো: মোকসেদুর রহমান, শুরা সদস্য মো: সুরুজ মিঞা, ইঞ্জিনিয়ার আবদুল মুবিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।
নেতারা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতাকে ভোট দেবেন।



