সুপারি গাছে উঠে নিভে গেল স্কুলছাত্রের প্রাণ

ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Chandpur
স্কুললছাত্র ইমন হোসেন
স্কুললছাত্র ইমন হোসেন |নয়া দিগন্ত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

(১৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সুপারি গাছে ওঠে ইমন। হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এসময় ইমনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তার পরিবারের সদসরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।