বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহকে অবমাননা

পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘মহান আল্লাহকে নিয়ে কটুক্তি’ করায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীরা তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে উসকানি দিয়ে পতিত আওয়ামী ফ্যাসিস্টদের নতুন করে মাঠে নামানোর অপচেষ্টার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মানিকগঞ্জে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীরা তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে উসকানি দিয়ে পন্ড করা, মিথ্যা মামলা দিয়ে ইসলামপ্রিয় জনতাকে হয়রানির অপচেষ্টা, পতিত আওয়ামী ফ্যাসিস্টদের নতুন করে মাঠে নামানোর অপচেষ্টা ও পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা লাগানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাওহীদি জনতা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আলেম-ওলামারা জানান, গত ২৩ নভেম্বর সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি পুলিশের উপস্থিতিতে নির্ধারিত রুট অনুসরণ করে বিজয় মেলার মাঠের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সময় শিল্পী আবুল সরকারের অনুসারীরা বিজয় মেলার মাঠে জটলা পাকিয়ে অবস্থান করছিলো। প্রশাসন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেও তারা খানিক দূরে গিয়ে অবস্থান নেয়। তাদের অবস্থানে এক ধরনের উসকানি ছিলো। এক পর্যায়ে দূর থেকে তাদের মারমুখী অবস্থা লক্ষ করা গেলে সমাবেশের পেছন দিকের বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফুসে ওঠে। নেতৃস্থানীয় কয়েকজন পুলিশদের সাথে নিয়ে বিক্ষুব্ধ জনতাকে সমাবেশস্থলে জড়ো করতে থাকেন। এ সময় বাউলদের পক্ষ হতেও আক্রমণ করা হয় আবার তৌহিদী জনতার সমাবেশ হতে বিক্ষুব্ধ জনতা সংঘর্ষে জড়ায়।

এসময় উভয় পক্ষের কয়েক জন সংঘর্ষে আহত হয়। আমরা আহত সবাইকে দেখতে ও খোঁজ-খবর নিতে হাসপাতালে যাই। আমরা সবার সুস্থতা কামনা করে দোয়া করি।

বক্তারা বলেন, পুলিশ প্রশাসন বাউলদের সাড়ে ১১টার দিকে শহরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করার অনুমতি প্রদান করেছে বলে আমরা জানতে পারি। কিন্তু তাদের সময়ের ঘণ্টা খানের আগেই কেন তারা আমাদের নির্ধারিত সমাবেশ স্থলের নিকটে অবস্থান করতে থাকলো? পুলিশ তাদের দূরে সরে যেতে বললেও তার তা অমান্য করে কয়েক গজ দূরে গিয়ে অবস্থান কেন নিলেন? মূলত তারা ইচ্ছাকৃতভাবে একটি বিশৃঙ্খলা লাগানোর জন্যেই এমনটা করেছে।

শিবালয় উপজেলার শাহিলী গ্রামের জালাল সরকার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছে। তিনি আবুল সরকারের আত্মীয়। বাউলদের পক্ষে মাঠে নামা লোকদের বেশির ভাগই বিগত আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা-কর্মী। এই আবুল সরকার প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চেয়েছেন এবং সাবেক এমপি মমতাজকে মা বলে সন্বোধন করেছেন।

তারা বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা তৈরি ও এই বিষয়টিকে নিয়ে দেশে একটা বড় রকমের যড়ষন্ত্র করার চেষ্টা করছে।’

বক্তারা বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’ তারা মিথ্যা মামলা তুলে নিয়ে মিলে মিসে থাকার আহ্বান জানান। অন্যথায় যদি তা না হয়, পুলিশ যদি অযথা ইসলামপ্রিয় জনতাকে হয়রানি করে, তাহলে পরবর্তিতে কর্মসূচি দেয়া হবে বলে জানান।

অপর দিকে মানিকগঞ্জের অভিজ্ঞ মহলের বক্তব্য হচ্ছে, বাউল নামে দেশবিরোধী শক্তি মাঠে নামার পায়তারা করছে। কেন বাউল নামে তারা তৌহিদী জনতার সমাবেশের নিকট অযথা অবস্থান করেছিলো?

এরা বিষয়টিকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে যাচ্ছে। ইতি পূর্বেও আমরা দেখেছি সাধারণ বিষয়কে এক একটি ইস্যু করে আন্দোলন করার চেষ্টা করেছে পতিত সরকারের দোসরা এবং এরা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর অর্থে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আইন-বিশৃঙ্খলা বাহিনী ও সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে ষড়ষন্ত্রকারীরাই সফল হবে এবং দেশে বিশৃঙ্খলা বাড়বে।

অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে সাধারণ জনগণ তা মোকাবেলা করবে বলেও একাধিক ইসলামী ব্যক্তি মন্তব্য করেছেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলার হেফাজত ইসলামেরসহ সভাপতি মুজীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আব্দুল হান্নান, মাওলান শামসুল ইসলাম, হাসান মুহাম্মদ শরীফ, কোষাধক্ষ মাহাবুবুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহম্মেদ, সদর থানা আমির মুফতি আব্দুল করিম কাসেমী, সহ-আইন বিষয়ক ওমর ফারুক, সদর শাখার সাংগঠনিক সম্পাদক রমজান মাহামুদ প্রমুখ।