খাগড়াছড়ি জেলা শহরের ড্রেনে থাকা কচুরিপানা থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের ড্রেনে কান্নার শব্দ শুনতে পেয়ে সেখানে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতক ছেলে শিশুকে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায় তারা।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রিপল বাপ্পি চাকমা জানান, উদ্ধার হওয়া বাচ্চাটি সুস্থ আছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সাইফুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়ার ঘণ্টা খানেক আগে শিশুটির জন্ম হতে পারে। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বাতেন মৃধা জানান, রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রাজু বোর্ডিং-এর পেছনের একটি ড্রেনে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, শিশুটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।



